উপাধক্ষের বানী
Lalmatia Govt. Mohila College
উপাধ্যক্ষ মহােদয়ের বাণী
" মুক্ত করাে ভয়
আপনা মাঝে শক্তি ধরাে
নিজেরে করাে জয় । "
কবিগুরুর এই কথাকে সমগ্র নারী সমাজে ছড়িয়ে দিয়ে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ তার প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে । একটি উন্নত দেশ, একটি সমৃদ্ধ সমাজ, ডিজিটাল যুগের সূচনা, নতুন ও জ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা , উন্নয়নের যে স্বপ্নটা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন; তারই সমগ্র রূপায়নের আদলে একটি অনন্য প্রয়াসের নজির হলাে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ । শিক্ষার্থীদের ঋদ্ধ করে তােলার জন্য এখানে নির্ধারিত শিক্ষা ও পাঠ্যক্রমের পাশাপাশি অন্যান্য সহায়ক কার্যক্রমের অনুশীলন অব্যহত রয়েছে ।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজ যৌথ প্রয়াস, সম্মিলিত সফলতা এবং চিন্ময় অভিব্যঞ্জনার নাম । এই চিরনবীনের মুকুরে ফুটে উঠেছে কলেজের সমগ্র মানসপ্রবণতা, সামাজিক অনুষ্ঠান, শিল্প - সাহিত্যের কারুকীর্তি , ধর্মের ভাব প্রেরণা ও সংস্কৃতির চরম সমুন্নাতি । যা এই কলেজের আনন্দময় প্রতিটি মুহূর্তকে ধারণ করেছে । দেশ ও জাতিকে সৎ ও দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষার্থীদের মাঝে সততার বীজ বপণ করতে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ অব্যহত কর্মতৎপরতা চলিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার জাগরণ ঘটাবে। এই সৃষ্টিশীলতার হাত ধরেই ভবিষ্যৎ নামক সময়টাকে তারা সৃষ্টি করবে বােধ, প্রজ্ঞা আর মনুষ্যত্ব দিয়ে। সেই সুন্দরের অংশীদারিত্ব এই কলেজের সবার। জীর্ণতার পথ মাড়িয়ে সুন্দর পৃথিবী প্রত্যাশা করছি ।
contents will be avaiable soon