অর্জন

১) ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক স্তরে ঢাকা মহানগরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন ।
২) ২০১৯ খ্রিস্টাব্দে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজ পারফরমেন্স র‍্যাংকিং -এ জাতীয় পর্যায়ে আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্ট-গ্র্যাজুয়েট লেভেল এ শ্রেষ্ঠ মহিলা কলেজ ও মডেল কলেজ হিসেবে স্বীকৃত |
৩) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকার আঞ্চলিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি লালমাটিয়া মহিলা কলেজ শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত |
৪) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ খ্রিস্টাব্দে ঢাকার আঞ্চলিক পর্যায়ে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত |



কলেজের মৌলিক তথ্যাদি

 

 

প্রতিষ্ঠাকাল : ১৯৬৬ খ্রীঃ
অবস্থান : ঢাকা
EIIN : 108251
কলেজ কোড : ১৪২৬
বিশ্ববিদ্যালয় কোড : ৬৪৪৭
ক্যাম্পাস আয়তন : ১২ বিঘা 
বর্তমান ছাত্রী সংখ্যা : প্রায় ৯০০০ জন 
শিক্ষক/শিক্ষিকা সংখ্যা : ১১৮ জন
স্নাতক(সম্মান) বিভাগ সংখ্যা : ১৮ টি
স্নাতকত্তোর বিভাগ সংখ্যা : ১৭ টি
প্রফেশনাল কোর্স বিভাগ : ২ টি
গবেষণাগার : ১০ টি
অত্যাধুনিক মিলনায়তন : ১ টি
ছাত্রীদের কমনরুম : ১ টি
স্বাস্থ্যসম্মত ক্যান্টিন : ১ টি
অত্যাধুনিক কম্পিউটার ল্যাব : ২ টি
সমৃদ্ধ পাঠাগার : ১ টি
সরকারিকরণ
: ৩০শে ডিসেম্বর ২০২১
অন্যান্য সুযোগ সুবিধা সমূহঃ
  1. আইপি ক্যামেরা,আর্চওয়ে গেট, মেটাল ডিটেক্টর ও সুরম্য প্রচীর ঘেরা নিরাপদ ও মনোরম ক্যাম্পাস
  2. ব্যাংক বুথ সহ অনলাইন কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম
  3. অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম
  4. প্রশাসনিক ভবন
  5. বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন - ৪টি
  6. বহুতল বিশিষ্ট ছাত্রী নিবাস - ৪টি
Detailed Introduction

নোটিশ বোর্ড







ভিডিও গ্যালারি






ফটো গ্যালারী


More Photos >